ইরানে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল (শনিবার) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে এতথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম এএফপি।
ইরানের নিউজ এজেন্সি তাসনিম বলছে, ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরির অভিযোগে ৩৮ বছর বয়সী তারানেহ আলিদুস্তিকে আটক করা হয়েছে।
আলিদুস্তি সবশেষ গত ৮ই ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। একই দিনে মোহসেন শেকারি নামে ২৩ বছর বয়সী একজনকে সরকার বিরোধী বিক্ষোভের দায়ে মৃত্যুদন্ড দেয় ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ‘আল্লাহর বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর মোহসেন শেকারিকে ফাঁসি দেওয়া হয়। একজন ‘দাঙ্গাকারী’ হিসেবে তাকে অভিযুক্ত করে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে তিনি তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেন এবং আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে কাটারির আঘাতে আহত করেন।
আমিনির মৃত্যুর দিনে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এবং লেখেন ‘বন্দিত্বের অভিশাপ।’ গত ৯ নভেম্বর তিনি স্কার্ফ পরা ছাড়াই তার একটি ছবি পোস্ট করেন। সেখানে নারীদের স্বাধীনতার কথা তুলে ধরেন তিনি।
তারানেহ আলিদুস্তি ইনস্টাগ্রামে লেখেন ‘আপনার নীরবতা মানে নিপীড়ন ও নিপীড়কের সমর্থন করছে।’ একটি ছবি শেয়ার করে এতে তিনি ক্যাপশন দেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে এবং সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তারা মানবতার জন্য কলঙ্ক।’
তিনি ইরানের বিখ্যাত নির্মাতা আসগর ফরহাদী পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্যা সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। সফল এই ইরানি অভিনেত্রীর ৮০ লাখের বেশি অনুসারী রয়েছে যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।
You must be logged in to post a comment.