বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

ইরানী সিনেমা ‘লাইফ অ্যাগেইন’ এবার বাংলায়

ফোরাম প্রতিবেদক / ৩৫৫ জন দেখেছেন
আপডেট : জুন ২৯, ২০২২
ইরানী সিনেমা ‘লাইফ অ্যাগেইন’ এবার বাংলায়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আসলান ও রেহান দাম্পত্য জীবনের অনেক সময় একসঙ্গে পার করে এসেছেন। ছোট একটা সংসার তাদের। জীবনের সময়চক্রে একমাত্র সন্তানও প্রবাসী।

দুজনের মাঝে বেড়ে ওঠা নিঃসঙ্গতা আর নিজেদের খেয়াল রাখার জন্যই আসলান চায় একটা বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে। কিন্তু রেহান বিষয়টা মেনে নিতে পারে না। যদিও একটা সময় তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যই তাদের এমন এক পরিস্থিতিতে এনে দেয় যে জীবন নিয়ে আবার নতুন ভাবনা শুরু হয়।

রেজা ফাহিমি পরিচালিত ‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটি হতে যাচ্ছে চরকির এই সপ্তাহের সিনেমা। ২০১৮ সালে ইরানী ভাষায় মুক্তি পেয়েছিল ৭৬ মিনিটের এই সিনেমাটি। এবার বাংলা ভাষায় চরকিতে দেখতে পারবে দর্শক।

‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটি অভিনয় করেছেন গোলাব আদিনেহ, শামস লাংগোরদি, আয়েহ মোঘাদ্দামসহ আরও অনেকে।

চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি নিয়মিত বিদেশি কনটেন্ট বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু সিরিজ ও সিনেমা রয়েছে যেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান