সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

ইয়াশ-ফারিণ জুটির ‘দাহকাল’, সঙ্গী পান্থ কানাই

ফোরাম প্রতিবেদক / ১১৬ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৭, ২০২২
ইয়াশ-ফারিণ জুটির ‘দাহকাল’, সঙ্গী পান্থ কানাই
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘দাহকাল’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ। নির্মাণ করছেন মঈন হাসান ধ্রুব।

এই ফিল্মে সংগীতশিল্পী পান্থ কানাই অভিনয় করছেন একটি অ্যাড এজেন্সির মালিকের চরিত্রে। অন্যদিকে ফারিণ হচ্ছেন মডেল। মূলত এজেন্সি প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে ‘দাহকাল’-এর গল্প।

গণমাধ্যমে এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলা হলেও তাসনিয়া ফারিণ সেটি মানতে নারাজ। ফারিণের ভাষ্য, ‘এটা ওয়েব ফিল্ম। পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা না। এটা নির্মিত হচ্ছে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শনের জন্য। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।’

যদিও ইয়াশ রোহান ও পান্থ কানাই বলছেন, এটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা।

এ প্রসঙ্গে মন্তব্য জানতে নির্মাতা মঈন হাসান ধ্রুবের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান