বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ বাংলাদেশের অন্তু

বিনোদন প্রতিবেদক / ১৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২, ২০২৪
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ বাংলাদেশের অন্তু
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতের অন্যতম জনপ্রিয় সংগীতভিত্তিক টিভি রিয়ালটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর অডিশনের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তরুণ জাহিদ অন্তু। এবারের অডিশনে কলকাতা থেকে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি।

১৮ আগস্ট বাদ পড়লেও সেই খবর অন্তু পেয়েছেন ১ সেপ্টেম্বর। রোববার অন্তু গণমাধ্যমে বলেন, ‘আজ (গতকাল) এক মোবাইল কলে জানতে পারলাম, আমাকে বাদ দেওয়া হয়েছে।’

প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তিনি উত্তীর্ণও হন। তৃতীয় রাউন্ডে এসে ছিটকে পড়েন অন্তু। যদিও তার দাবি, প্রথম দুই রাউন্ডের চেয়ে শেষ রাউন্ডে পারফর্মেন্স অনেক বেটার ছিলো। তিনি আত্মবিশ্বাসী ছিলেন, তৃতীয় রাউন্ড অতিক্রমের বিষয়ে।

অন্তু আরও যোগ করেন, ‘প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ প্রতিযোগী ছিলাম আমরা। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জনে উঠলাম। বাকি সবাই বাদ। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। কিন্তু জায়গা আর পেলাম না।’

পারফর্ম আগের চেয়ে ভালো করেও মাঝপথে বাদ পড়ার কী কারণ থাকতে পারে? এমন প্রশ্নের জবাবে হতাশ কণ্ঠে অন্তু বলেন, ‘জানি না কেন আমাকে বাদ দেওয়া হলো!’

বলা দরকার, অন্তুর এই বাদ পড়াটি স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটলেও এটি নিয়ে বাংলাদেশীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। বেশিরভাগই দাবি করছেন, এই বাদ পড়াটি রাজনৈতিক! যদিও এর কোনও যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান