‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত বলিউড গায়ক সালমান আলীর সঙ্গে ‘তু হি বা’ শিরোনামে বাংলা এবং হিন্দি ভাষায় একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন।
গানটির বাংলায় কথা লিখেছেন সিরাজুম মুনির আর হিন্দিতে লিখেছেন জে.এ ওসমান। পল্লব গৌতমের সুরে গানটির মিক্স মাস্টার করেছেন তৌহিদ। গানটির কথা সঙ্গে মিল রেখে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন এম এইচ রিজভী ও বিউটি। গানটির ভিডিও নির্মাণের দায়িত্বে ছিলেন রিজভী নিজেই।
সালমান আলীর সঙ্গে যিনি দ্বৈত গাইলেন সেই তারান্নুম আফরিন বলেন, ‘সালমান আলী আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম। অনেক দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। পরে নির্মাতা রিজভী আমাকে যোগাযোগ করিয়ে দেন। সালমানকে আমার সঙ্গে গান গাওয়ার প্রস্তাব দিই। তিনি শুরুতে একটা দোটানায় ছিলেন। কারণ বাংলা ভালো উচ্চারণ করতে পারেন না। তবে গানটি রেকর্ডিংয়ের পর আমার একবারও মনে হয়নি তিনি বাংলা পারেন না। খুবই সাবলীল মনে হয়েছে তাঁর উচ্চারণ।আশা করি স্রোতা-দর্শকেরা গানটির সুন্দর ভাবেই গ্রহন করবেন।আর তবেই আমাদের পরিশ্রমও সার্থক হবে।’
নির্মাতা রিজভী জানান,গানের দৃশ্যধারণের কাজ হয়েছে শিগগিরই ইউটিউবে প্রকাশিত হবে।
You must be logged in to post a comment.