ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তাইওয়ানের তারকা অভিনেত্রী বার্বি সু মারা গেছেন। ২০০১ সালে প্রচারিত টেলিভিশন নাটক ‘মেটিওর গার্ডেন’-এ রোমান্টিক ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শুধু দেশেই নয়, পূর্ব এশিয়াজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। খবর রয়টার্সের।
জাপানে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে ‘বিগ এস’ নামে পরিচিত এই অভিনেত্রী মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তাঁর ছোট বোন ডি সু। চীনের মাইক্রোব্লগিং পরিষেবা ওয়েইবোতে এই মুহূর্তে এটি সবচেয়ে বেশি অনুসন্ধান করা খবর।
এক বিবৃতিতে অভিনেত্রীর বোন ডি বলেন, ‘আমাদের পুরো পরিবার জাপান ভ্রমণে গিয়েছিলাম। আমার প্রিয় ও হৃদয়বান বোন বার্বি ইনফ্লুয়েঞ্জা-কবলিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।’
যোগ করে বলেন, ‘এই জীবনে আমি তার বোন হতে পেরে, একে অপরের যত্ন ও একসঙ্গে সময় কাটাতে পেরে কৃতজ্ঞ বোধ করছি। সবসময়ই তার কাছে কৃতজ্ঞ এবং তাঁর অভাব বোধ করব।’
যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বার্বি ঠিক কবে মারা গেছেন সেই তথ্য পাওয়া যায়নি। উইকিপিডিয়া থেকে জানা যায়, রোববার (২ ফেব্রুয়ারি) মারা গেছেন এই অভিনেত্রী।
প্রথমদিকে পপ ব্যান্ড ‘এস.ও.এস’র মাধ্যমে খ্যাতি পান এই দুই বোন। পরবর্তী সময়ে রোমান্টিক নাটক ‘মেটিওর গার্ডেন’-এ প্রধান ভূমিকায় অভিনয় সুর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।
২০১১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং শাওফেকে বিয়ে করেন বার্বি। এ সংসারে একটি কন্যা (১০) ও একটি পুত্রসন্তান (৮) রয়েছে। ২০২১ সালে এই সংসার ভেঙে যায়। বছরখানেক পর দক্ষিণ কোরিয়ার গায়ক ও র্যাপার কু জন-ইয়াপকে বিয়ে করেন অভিনেত্রী।
You must be logged in to post a comment.