সিনেমার কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। গত অক্টোবর থেকে একমাস মুম্বাইয়ে চলেছে ‘বরবাদ’ ছবির শুটিং! যেখানে অংশ নেন শাকিব খান ও ইধিকা পালসহ অনেকে। এরপর?
মাস খানেক আর সিনেমাটি নিয়ে কোনও কথা নেই। গুঞ্জন ছড়িয়েছে, ছবির নায়িকা ইধিকা শুটিং শিডিউল ফাঁসিয়েছেন! এ জন্যই শুটিং আটকে আছে! আসলেই কি তাই?
ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় বললেন অন্য কথা। তার ভাষ্য, ‘বরবাদে শাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে। তার ২৫ বছরের ক্যারিয়ারে একদম নিউ। এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। চাইলেই প্রসথেটিকের মাধ্যমে লুক আনতে পারতাম। কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রসথেটিকে যেতে চাই না। শাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য শুটিংয়ে গ্যাপ দিচ্ছি। নইলে একবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম। আর এই ডিসেম্বরের মধ্যে আমরা বরবাদের ফার্স্টলুক রিভিল করব।’
ইধিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
অ্যাকশন ধাঁচের ছবি ‘বরবাদ’ মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে। এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্তসহ অনেকে।
You must be logged in to post a comment.