শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

ইতিহাস তৈরি করতে যাচ্ছে ‘টাইগার থ্রি’

ফোরাম প্রতিবেদক / ৭৩৩ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২০
ইতিহাস তৈরি করতে যাচ্ছে ‘টাইগার থ্রি’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি দিয়ে দর্শক মাতিয়েছিলেন সালমান-ক্যাটরিনা জুটি। এর পর এই জুটির আরেক ছবি আসছে টাইগার থ্রি। নাম এখনও ঠিক করা না হলেও সালমান-ক্যাটরিনার জুটিই ফের টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। যশরাজ ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেই টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন সালমন-ক্যাটরিনা। শুধু তাই নয়, বলিউডে এ যাবত পর্যন্ত যত সিনেমা হয়েছে, খরচের বহরে সেই সব সিনেমাকে ছাড়িয়ে যাবে টাইগার থ্রি।

সিরিজের দ্বিতীয় কিস্তি ‘টাইগার জিন্দা হ্যায়’ ভারতে আয় করে ৩৩৯ কোটি রুপির বেশি। পরের কিস্তিতে ৪০০ কোটির ঘর পার করতে চান নির্মাতারা। তাই আয়োজনে কোনো কমতি থাকছে না।

বলিউড হাঙ্গামা জানায়, ‘টাইগার থ্রি’র বাজেট ধরা হয়েছে ২০০ থেকে সোয়া ২০০ কোটি রুপি। যদি তা-ই হয়, তবে এ ছবি হবে বলিউডের সর্বকালের শীর্ষ বাজের ছবি। এর সঙ্গে যুক্ত হতে পারে প্রিন্ট ও প্রচার বাবদ ২০ থেকে ২৫ কোটি রুপি। এ ছবিতে সালমানের পারিশ্রমিক ১০০ কোটি রুপির মতো। তবে সেটা নির্ভর করছে আয়ের ওপর।

ইয়াশ রাজ ফিল্মসের ‘ধুম’ সিরিজের মতো বড় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার’। নতুন পর্বের মাধ্যমে প্রযোজক আদিত্য চোপড়া ভারতের অ্যাকশন সিনেমায় মাইলফলক তৈরি করতে চান। ৬ থেকে ৭ দেশে এর দৃশ্যায়ন হবে, থাকবে আন্তর্জাতিক স্ট্যান্ট টিম।

দুই বছর ধরে লেখা হচ্ছে ‘টাইগার থ্রি’র চিত্রনাট্য। যে কারণে ধরা হচ্ছে ইয়াশ রাজের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট হতে যাচ্ছে এটি। ২৭ সেপ্টেম্বর আসছে এ ছবির ঘোষণা। পরিচালনা করবেন মনীশ শর্মা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান