বছরের প্রথম দিনেই এই ছবি রেকর্ড গড়েছে। নববর্ষে সারা পশ্চিমবঙ্গসহ সারা ভারতে অর্থাৎ মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল এই ছবি। একদিনেই এই ছবির বক্স অফিস কালেকশন ছিল এক কোটির বেশি।
টনিকের সাফল্যের পর পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে একের পর এক ছবি করছেন দেব। এই বছর বড়দিনের দুদিন আগে মুক্তি পেয়েছে তাঁদের ছবি ‘প্রজাপতি’। অভিজিতের পরিচালনায় এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তারই প্রতিচ্ছবি দেখা গেছে পর্দায়। দর্শক যে এই ছবি পছন্দ করেছে তার প্রমাণ দিনের পর দিন এই ছবির শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। সারা ভারতে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। বছরের প্রথম দিনেই এই ছবি রেকর্ড গড়ে ফেলল। নববর্ষে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে অর্থাৎ মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউজফুল ছিল এই ছবি।
You must be logged in to post a comment.