বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

ইতালির জেলে যেতে হচ্ছে গায়ত্রী যোশিকে?

বিনোদন ডেস্ক / ৭১ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৫, ২০২৩
ইতালির জেলে যেতে হচ্ছে গায়ত্রী যোশিকে?
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘স্বদেশ’ ছবিটির কথা মনে আছে? বলিউডের এ সিনেমায় তরুণ বিজ্ঞানী শাহরুখ খান ফিরেছিলেন গ্রামে। সেই ছবিতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল গায়ত্রী যোশি। বহু বছর পর আবারও এই শিল্পী খবরের শিরোনামে। তবে সেটা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার জেরে।

ইতালির রাস্তায় ল্যাম্বরগিনি চেপে স্বামী বিবেক ওবেরয়ের সঙ্গে ঘুরছিলেন অভিনেত্রী। গতি বাড়িয়ে অন্যকে টেক্কা দিতেই নায়িকার গাড়ি ধাক্কা মারে এক ফেরারিকে। নিমেষে উল্টে যায় গাড়ি এবং আগুন ধরে যায় ফেরারিতে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুইস এক বৃদ্ধ দম্পতির। যদিও এই ঘটনায় খুব বেশি আঘাত পাননি গায়ত্রী কিংবা তাঁর স্বামী। কিন্তু তাঁদের গাড়িতে ধাক্কা লেগে সুইস দম্পতির মৃত্যুতেই নাকি কঠিন শাস্তি পেতে পারেন শাহরুখের নায়িকা ও তাঁর স্বামী।

ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে দাবি, সার্দিনিয়া এলাকার ওই রাস্তা দিয়ে একের পর এক বিলাসবহুল গাড়ি তীব্র গতিতে পার হচ্ছিল।
গায়ত্রীদের গাড়িটি গতি বাড়িয়ে মিনি ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় একটি ফেরারি গাড়িতে ধাক্কা মারে। ফেরারিটিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা মিনি ট্রাকটিকে।

অনলাইনে প্রকাশিত একটি নতুন ছবিতে মডেল ও অভিনেত্রীকে দুর্ঘটনার পরে রাস্তায় বসে থাকতে দেখা যায়। এবং তিনি সেই সময় কাঁপতে শুরু করেন। গায়ত্রী যোশি এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয় সার্ডিনিয়া সুপারকার ট্যুরের সময় ইতালির সার্ডিনিয়াতে তাদের ল্যাম্বরগিনিতে ভ্রমণ করতে বেরিয়েছিলেন।

সুইস দম্পতির মৃত্যুতে সাত বছরের পর্যন্ত জেল হতে পারে গায়ত্রী ও তাঁর স্বামীর বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজেতাও হন গায়ত্রী। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে বড় পর্দায় আত্মপ্রকাশ। যদিও তার পর আর কোনও ছবিতেই দেখা যায়নি তাঁকে। শিল্পপতি তথা ওবেরয় গ্রুপের অন্যতম অংশীদার বিবেক ওবেরয়কে বিয়ে করে মুখ ফেরান অভিনয় জগত থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান