‘চাক দে ইন্ডিয়া’ চলচ্চিত্রে শাহরুখ খান দেখিয়েছেন কোচের ভূমিকায় তিনি অনবদ্য। কোচ কবীর সিংয়ের ভূমিকায় আজও দর্শকমনে চিরসবুজ বলিউড বাদশা। এবার বাস্তবেই মাঠে কোচিং করাতে দেখা গেল তাকে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেনে নিজের ছোট ছেলে আব্রাম খানকে অনুশীলন করান শাহরুখ খান।
কলকাতার দলীয় অনুশীলনে হঠাৎ হাজির শাহরুখ খান। সময় দিলেন প্র্যাকটিসে। ছেলেকে নিজের হাতে কোচিং করান তিনি। ছেলেকে ক্রিকেট শেখানোর সময় শাহরুখকে বলতে শোনা যায়, ‘আব্রাম, হচ্ছে না। তুমি বুঝতে পারছো না। হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো। ব্যাট আর পায়ের পজিশন এ শট খেলার সময় এ রকম থাকবে। আমি যা করছি, দেখে রাখো! তুমিও ট্রাই করো, পারবে।’
শাহরুখকে দলীয় অনুশীলনে পেয়েছে উচ্ছ্বসিত কলকাতার ক্রিকেটাররাও। জানা যায়, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হুট করে অনুশীলনে হাজির হন তিনি। বেশ কিছুদিন ধরেই আব্রাম ক্রিকেট খেলতে চাইছিলো। ছেলের ইচ্ছে পূরণে এবং সময় কাটাতে ইডেনে চলে আসেন শাহরুখ।
চলমান আইপিএলে বেশ শক্ত অবস্থানে শাহরুখ খানের দল কেকেআর। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
You must be logged in to post a comment.