শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

‘ইট মাস্ট হ্যাভ বিন লাভ’ গানের শিল্পী মেরি ফ্রেড্রিকসন আর নেই

ফোরাম প্রতিবেদক / ৮১০ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯
‘ইট মাস্ট হ্যাভ বিন লাভ’ গানের শিল্পী মেরি ফ্রেড্রিকসন আর নেই
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘ইট মাস্ট হ্যাভ বিন লাভ’ খ্যাত রক্সিট -শিল্পী মেরি ফ্রেড্রিকসন মস্তিষ্ক টিউমারজনিত অসুস্থতায় ভুগছিলেন। সেটি ক্যান্সারে রুপ নিলে ১৭ বছর ধরে জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করেন সুইডেনের এই শিল্পী।

গেল ৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মেরির ব্যান্ড ‘রক্সিট’য়ের অন্য সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্যার গেজেল বলেন, ‘মেরি জীবনকে ভালোবাসতো। তার অসাধারণ কণ্ঠ দিয়ে সেই ভালোবাসাকে সুরে পরিণত করতো। সময় এত দ্রুত চলে যে মেরির মতো একজন চমৎকার শিল্পীকে আমরা হারিয়ে ফেললাম। ধন্যবাদ মেরিকে তার গানগুলোর জন্য। তার ভক্তরা তাকে কখনোই ভুলবে না। সঙ্গীত তাকে ভুলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান