বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

ইউটিউবে উন্মুক্ত হয়েছে ওয়েবফিল্ম ‘হোটেল নিরিবিলি’

ফোরাম প্রতিবেদক / ৩৬৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২২
ইউটিউবে উন্মুক্ত হয়েছে ওয়েবফিল্ম ‘হোটেল নিরিবিলি’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১৭ সেপ্টেম্বর শনিবার Rtv Movies ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ওয়েবফিল্ম ‘হোটেল নিরিবিলি’। রচনা ও পরিচালক: মেহেদী হাসান হৃদয়, অভিনয়ে: মুশফিক আর ফারহান, শবনম ফারিয়া, শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

গল্প সংক্ষেপ : নাসির গ্রামের ছেলে। সে চাকরীর খোজে ঢাকা আসে। কিন্তু তার চাকরী হয় না। এবং সে মায়ের মন ভেঙ্গে যাওয়ার ভয়ে গ্রামেও ফিরে যায় না। তখন সে একটা হোটেল এ অনুরোধ করে চাকরী নেয়। আস্তে আস্তে হয়ে যায় হোটেল মালিকের কাছের লোক। হোটেল মালিক হক সাহেব আবার ওই এলাকার কমিশনার। এতে নাসিরের সোনায় সোহাগা। সে ক্ষমতার অপব্যাবহার করে হোটেলের মধ্যেই শুরু করে অস্ত্র ব্যাবসায়।

Oscars Academy makes amends over 1973 Native American protest

এদিকে হোটেলে রান্নার কাজ করতো বানু। তার সাথে নাসিরের সম্পর্ক হয়। রানু নাসিরকে ট্রাপে ফেলে বিয়ে করে। নাসির প্রথমে না মানলেও পরে রানুকে স্ত্রীর মর্যাদা দেয়। কিন্তু পরে দেখা যায় তাদের বিয়ের আগে থেকেই রানু গর্ভবতী। এটার কারন নিয়ে হক সাহেবের উপর প্রচন্ড ক্ষোভ হয় নাসিরের। কারন ওই সন্তান হক সাহেবের্ তারা সাবাই নাসিরকে ধোকা দিয়েছে।

তাই নাসির হক সাহেবের ডান হাত কালাম কে নিয়ে অস্ত্র ব্যাবসায় এর সাথে সাথে বিরোধী দলের মুন্না কমিশনারের সাথে মিলে হক সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

গগন সাকিবের কষ্টে বাঁচি কষ্টে মরি (ভিডিও)

নানা ঘটনার মধ্য দিয়ে সব জানাজানী হয় । হোটেলে পুলিশ রেইড দেয় । এবং নাসির মারা যাওয়ার নাটক করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দানা বাঁধতে থাকে গল্পের নানাবিধ জটিলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান