আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে চেয়ে মনোনয়নপত্র কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সামসুন্নাহার সিমলা। তবে আসনটিতে তাকে মনোনয়ন দেয়া হয়নি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ালী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ঝিনাইদহ-১ আসনে আসনটির বর্তমান সংসদ সদস্যর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এর আগে গত ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেন এ অভিনেত্রী। ওই সময় তিনি বলেছিলেন, আমার পরিবার অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে আমার মনোনয়ন ফরম সংগ্রহ করা। আর আমারও দীর্ঘদিনের স্বপ্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া।
এছাড়াও সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, জানি কথাটা হাস্যকর হবে, তবে এটা সত্যি। স্বপ্নে তো আমরা কত কিছুই দেখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেকবারই দেখা হয়েছে আমার। কিছুদিন আগের কথা, আমি স্বপ্নে প্রধানমন্ত্রীকে দেখেছি। তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় বাস্তব হতে যাচ্ছে সেই স্বপ্নটা। তিনি আমাকে মনোনয়ন দেবেন।
এদিকে শুধু অভিনেত্রী সিমলাই নন, আলোচনায় থাকার পরও আসন্ন এ নির্বাচনে মনোনয়ন পাননি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেয়া চিত্রনায়িকা মাহিয়া মাহি।
You must be logged in to post a comment.