সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

আহত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

ফোরাম প্রতিবেদক / ২০২ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৪, ২০২২
আহত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

পায়ের শিরায় ধাতব বস্তু লেগে আহত হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং চলাকালীন তাঁর বাম পায়ে আঘাত লেগেছে। আঘাতের কারণে কাফ মাসলে চোট লেগে শিরা কেটে গেছে। গলগল করে রক্ত বের হওয়ার ঘটনাও ঘটেছে। চিকিৎসকরা সেখানে সেলাই দিয়েছেন। আপাতত বিশ্রামে আছেন বিগ বি।

বদলে যাওয়া সেই আদনান সামি

আজ (২৩শে অক্টোবর) বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার নিজের অফিসিয়াল ব্লগে এমন কথা জানিয়েছেন বলে একটি খবর প্রকাশ করেছে ভারতের অন্যতম সংবাদ মাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে এমন আঘাতের পরও তিনি ঘাবড়ে যাননি বলেই দাবি করেছেন অমিতাভ বচ্চন। ব্লগের একই পোস্টে তিনি লিখেন, ‘‘শিরা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম।’’

এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বিগ্ন হয়ে আছেন বিগ বি ভক্তরা। তবে তিনি (অমিতাভ বচ্চন) আশ্বস্ত করেছেন, তিনি এ মূহুর্তে ঠিক আছেন।

মা হলেন বিপাশা? শুভেচ্ছার ঢল নেটপাড়ায়

উল্লেখ্য গত ১১ অক্টোবর ৮০ বছরে পা দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা। জন্মদিন উপলক্ষ্যে কেবিসির বিশেষ পর্বে হাজির হয়েছিলেন অমিতাভ-পত্নী তথা অভিনেত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান