চলতি বছরের আসছে জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স’। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এবারের সিনেমাটির অন্যতম আকর্ষণ পপস্টার, অভিনেত্রী লেডি গাগা। লেডি গাগা থাকছেন ‘হার্লে কুইন’ চরিত্রে। ডেডলাইনের প্রতিবেদনে উঠে এসে লেডি গাগার চরিত্রটি নিয়ে নানান তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে লেডি গাগা কথা বলেছেন হার্লে কুইন চরিত্রটি সম্পর্কে।
অভিনেত্রী জানিয়েছেন পর্দায় এর আগে ‘হার্লে কুইন’ চরিত্রটি বিভিন্ন অভিনেত্রী যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার চেয়ে সম্পূর্ণ আলাদা হতে চলেছে এই পর্ব। এমনকি ডিসি কমিকসের বইয়ের সঙ্গেও মিলবে না এই চরিত্র।
লেডি গাগা বলেন, হার্লে কুইন সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে আমার ভার্সনটা। এটি এই সিনেমাতে এবং এই চরিত্রে একদম অথেনটিক। আমি এই সিনেমার জন্য যা করছি এর আগে কখনও করিনি। এ জন্যই দর্শক নতুন হার্লের দেখা পাবে।
এর আগে ‘সুইসাইড স্কোয়াড’, ‘বার্ডস অব প্রে’ এবং দ্য ‘সুইসাইড স্কোয়াড’-এ ‘হার্লে কুইন’ চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন মারগট রবি। লেডি গাগাকে দেখা যাবে মার্কিন অভিনেতা জোয়াকিন ফিনিক্সের বিপরীতে। এছাড়া ‘জোকার : ফোলি এ ডিউক্স’ আরো থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ আরো অনেকে। ৪ অক্টোবর মুক্তি পাবে ‘জোকার : ফোলি এ ডিউক্স’। গত মাসে টিজার মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছিল সিনেমাটি।
You must be logged in to post a comment.