বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

আসছে পুরোনো তিন ছবির রিমেক

ফোরাম প্রতিবেদক / ৮৮ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৫, ২০২৩
আসছে পুরোনো তিন ছবির রিমেক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডে রিমেকের প্রবণতা বহু দিন ধরেই চলে আসছে। প্রথম দিকে বলিউডের ছবিগুলি পুরোনো দিনের ছবি থেকে রিমেক করা হতো। পরবর্তীকালে হলিউডের বিভিন্ন ছবি থেকে রিমেক করা হয়েছে বলিউডের একাধিক ছবি। এবং শেষ কয়েক বছরে দক্ষিণের বিভিন্ন ছবি থেকে রিমেক করে তৈরি হচ্ছে বলিউডের হিন্দি ছবিগুলি।

এবার আসছে পুরোনো দিনের মিলি, কোশিস ও বাওরচির তিন ছবির রিমেক। এনসি সিপ্পি প্রযোজিত কোশিস ছবিটি পরিচালনা করেছিলেন গুলজার। ১৯৬১ সালের ছবি হ্যাপিনেস অব আস অ্যালোন অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার এবং জয়া বচ্চন। সঞ্জীব এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

অন্যদিকে হৃষিকেশ মুখোপাধ্যায় ‘বাওরচি’ ছবিটি তৈরি করেন তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ ছবি অবলম্বনে। এই ছবিতেও অভিনয় করেছিলেন জয়া। আর তার সঙ্গে ছিলেন রাজেশ খান্না। হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘মিলি’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ এবং জয়া। ছবিগুলোর রিমেক হতে চলেছে এসময়ের কথা মাথায় রেখেই।

এনসি সিপ্পির নাতি, রাজ সিপ্পির ছেলে সমীর রাজ সিপ্পির হাত ধরেই আসছে ছবিগুলো। ছবিগুলোতে এসময়কে ঘিরে তুলে ধরা হবে প্রাচীন যুগের কাহিনি। সমীর রাজ সিপ্পির জাদুগর ফিল্মস এর আগে জি ফাইভ অরিজিনালসের ‘মিসেস আন্ডারকভার’ ছবিটি প্রযোজনা করেছিল।

সমীর রাজ সিপ্পি বলেন, আমার মতে ছবি ছোট ছোট মুহূর্তকে সংজ্ঞায়িত করে। আজ এই ছবিগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য একেবারে উপযুক্ত। আর সেই কারণেই আজকের পটভূমিতে গল্পগুলোকে একেবারে নতুনভাবে আবার তুলে আনতে চাই। সে কারণেই আমি পুরনো এই তিন ছবি নিয়ে কাজ করতে রাজি হয়েছি।

জাদুগর ফিল্মসের পক্ষে অনুশ্রী মেহতা এবং আবির সেনগুপ্ত জানিয়েছেন, এই তিনটি ছবিকে একেবারে নতুনভাবে তৈরি করতে পেরে তারা উচ্ছ্বসিত। শুধু ভারত নয় সারা বিশ্বের সিনে অনুরাগীরা মিলি, কোশিস ও বাওরচির মতো ছবিগুলো দেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান