বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

আসছে জাংকুকের দ্বিতীয় মৌলিক গান ‘থ্রিডি’

বিনোদন ডেস্ক / ৮০ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২৩
আসছে জাংকুকের দ্বিতীয় মৌলিক গান ‘থ্রিডি’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কে-পপ ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। তবে অনেকদিন ধরেই দলটির সদস্যরা মনোনিবেশ করেছেন নিজেদের মৌলিক গানে। গত জুলাইয়ে প্রকাশ পেয়েছে বিটিএস সদস্য ‌জাংকুকের প্রথম একক গান ‘সেভেন’।

বিলবোর্ড টপ চার্টে এ গানে ইতিহাস গড়েছেন তিনি। চলতি বছরে এটিই প্রথম কোনো গান, যা মুক্তির সাত সপ্তাহের মাথাতেই জায়গা করে নেয় ‌‘বিলবোর্ডস গ্লোবাল-২০০’ তালিকায়। সেই রেকর্ডের রেশ থাকতে থাকতেই আবারও ভক্তদের সুখবর দিলেন জাংকুক। প্রকাশ পেতে যাচ্ছে তাঁর দ্বিতীয় মৌলিক গান ‘থ্রিডি’।

আমেরিকার নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’। সেখানেই তিনি ভক্তদের চমকে দিয়ে ‌‘থ্রিডি’ মুক্তির ঘোষণা দেন। চমকের এখানেই শেষ নয়, গানটির টিজারও প্রকাশ পায় সেই কনসার্টে। এমনকি প্রথমবারের মতো তিনি লাইভ পারফর্ম করেন তাঁদের ‘স্টিল উইথ ইউ’ গানটি।

পারফরম্যান্স শেষে ‌‘উইভার্স’ প্ল্যাটফর্মে একটি লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আড্ডা দেন জাংকুক। মজা করে তিনি বলেন, ‌‘আমার একটা আইডিয়া ছিল যে পারফরমেন্সের শেষে যদি ভিডিওটি রিলিজ দিই, তবে কী ঘটতে পারে। তা-ই হতো! কিন্তু গতকাল আমি যখন রিহার্সাল করছিলাম তখন কেউ সেটা ভিডিও করেছেন এবং ছেড়ে দিয়েছেন। এমনটা করা ঠিক হয়নি। চমক বলে কিছু একটা তো আছে!’

সেই লাইভ চলাকালে মন্তব্য ঘরে যোগ দেন বিটিএসের আরেক সদস্য কিম সোক-জিন, যিনি বর্তমানে মিলিটারি সার্ভিসে আছেন। খুনসুটিতে মেতে ওঠেন কে-পপ দুনিয়ার জনপ্রিয় এই দুই তারকা।

জানা গেছে, জাংকুকের ‌‌‌‘থ্রিডি’ গানটির সংগীতায়োজন করেছেন আমেরিকান র‌্যাপার জ্যাক হার্লো। আর এটি আগামী ২৯ সেপ্টেম্বর প্রকাশ পাবে বিগ হিট মিউজিকের ব্যানারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান