দুই পাড়ের বাংলা সিনেমাতেই জয়া আহসান যেন চমক। আর এ অভিনেত্রী বছরের প্রথম দিন শুরুটা করলেনই কাজের বার্তা দিয়ে। কদিন আগে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে তিনি অভিনয় করেছেন ‘কড়ক সিং’ ছবিতে ৷ এবার তাঁকে দেখা যাবে সৌকর্য ঘোষালের টলিউড সিনেমা ‘ভূতপরী’তে ৷ আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে ছবিটি।
অভিনেত্রী তাঁর ফেসবুকে সিনেমার একটি ভিডিও পোস্টার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, গাছের ডালে পা ঝুলিয়ে বসে পা দুলাচ্ছেন জয়া! তার পেছনে পরীর মতো দুটি ডানা। ভূতের পিঠে কেন পরীর মতো ডানা?
ক্যাপশনে জয়া লিখেছেন, ‘‘মানুষ মরে ভূত হয়, ভূত মরে কি পরী হয়? বছরের নতুন ভূত, ‘ভূতপরী’।’’ ঠিক একই কায়দায় মোশন পোস্টারটি শেয়ার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসও। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই ছবির নাম ভূমিকায় রয়েছেন জয়া আহসান।
ছবিটির গল্প প্রসঙ্গে জয়া বলেন, ‘ভূতের আত্মকথন এটি। এক নারী ১৯৪৭ সালে মারা যান। চলতি বছরে এসে (২০১৯) তার অতৃপ্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন!’
ভৌতিক গল্পের সঙ্গে সিনেমাটিতে জড়িয়ে রয়েছে ক্রাইম ও থ্রিলার। জয়াকে দেখা যাবে ‘ভূতপরী’র ভূমিকায়। বাচ্চা ছেলেটির চরিত্রে অভিনয় করবেন বিশান্তক মুখার্জি। সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।
You must be logged in to post a comment.