র্যাবের সুন্দরবনে দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটির ট্রেইলার প্রকাশ হয়েছে ২৯ জুলাই। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। পরিচালক দীপংকর দীপন বলেন, ‘অনেক কথা বলার আছে সিনেমাটি নিয়ে। এখন ট্রেইলার দেখেন, মুক্তি পেলে, সিনেমাটি দেখেন। তাহলেই বুঝতে পারবেন আমরা কী করতে চেয়েছি।’
ছবির অন্যতম শিল্পী রিয়াজ বলেন, ‘সিনেমাটি এডিটের পর আমিও দেখিনি। আশা করি দর্শকদের সঙ্গেই দেখব।’
সবাইকে দেখার আহ্বান জানিয়ে নায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাটি জীবনের একটি অংশ হয়ে গেছে। এটা অন্তরের অনেক কাছের একটি কাজ।’
আর নায়ক সিয়াম বলেন, ‘দর্শকদের সমর্থনেই বাংলা সিনেমার একটা নতুন জোয়ার শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা অপারেশন সুন্দরবন নিয়ে আসছি। এমন সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারাটা যেকোনো শিল্পীর জন্য আনন্দের। র্যাব ছাড়া এটা সম্ভব ছিল না। কারণ দুর্গম জায়গায় র্যাব যে সাপোর্ট দিয়েছে, তা অন্য কেউ হলে সম্ভব হতো না।’
জলদস্যু মুক্ত করার অভিযানে র্যাব সদস্য পি.সি. কাঞ্চন আলীসহ ৩০ জন অকুতোভয় বীর শহীদদের প্রতি সিনেমাটি উৎসর্গ করা হয়েছে।
You must be logged in to post a comment.