বিশ্ব-বিখ্যাত আমেরিকান গায়িকা টেইলর সুইফট এবার খবরে এলেন তার তার বিড়ালের জন্য। সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। অল অ্যাবাউট ক্যাটসের প্রকাশিত একটি প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলা হয়, সুইফটের বিড়াল অলিভিয়া বেনসনের মূল্য ৯৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় এক হাজার কোটি টাকা)। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অলিভিয়া তার মালিকের (টেইলর সুইফট) সঙ্গে অনেক মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে কাজ ক’রে এই সম্পদের অধিকারী হয়েছে।
এছাড়াও মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটন নামে টেইলরের আরও দুটি বিড়াল রয়েছে।
You must be logged in to post a comment.