সম্প্রতি মুক্তি পেয়েছে ফজলুর রহমানু বাবু অভিনীত নাটক ‘ময়না’। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আর রশীদ। একদিনেই নাটকটির ভিউ ছাড়িয়েছে এক মিলিয়ন। আর মুক্তির দুই সপ্তাহে এর ভিউ ১০ মিলিয়ন।
নাটকটি এখন নেটিজেনদের আলোচনার তুঙ্গে। এতে বাবার চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু। আর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন আরোহী মীম।
অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তরুণ অভিনেতা শোয়েব শান্ত। তিনি বললেন, ‘দর্শকদের জন্যই আমরা কাজ করি। দর্শকরা প্রশংসা করলে সেটা আমাদের পরম প্রাপ্তি। কাজটা অনেক মন দিয়ে করেছিলাম। দর্শকরা নাটকটি দেখেছে এ জন্য আমি খুশি। আগামীতে আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই।’
পর্দায় বাবা ফজলুর রহমান বাবু ও মেয়ে আরোহী মীমকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটি। মূলত বাবা-মেয়ের সম্পর্কের গল্পই বলা হয়েছে এতে। অন্যান্য চরিত্রে রয়েছেন আরও রয়েছেন শম্পা নিজাম, আনোয়ার শাহ প্রমুখ।
You must be logged in to post a comment.