বছরখানেক ধরে প্রায়ই সামাজিক মাধ্যমে উঠে আসে বচ্চন পরিবারের টানাপোড়েন সম্পর্কিত নানা জল্পনা। এবার অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়ে আরও একবার আলোচনায় এলেন অভিষেক-ঐশ্বরিয়া। বিয়ের অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া একসঙ্গে, আর পরিবারের বাকি সদস্যরা একসঙ্গে। এমনকি ক্যামেরার সামনেও তাঁরা একসঙ্গে পোজ দেননি। আলাদাভাবে ছবি তুলেছেন। তখন ঐশ্বরিয়া ও তাঁর মেয়ের পাশে দেখা যায়নি অভিষেক কিংবা বচ্চন পরিবারের অন্যদের। এরপরই প্রশ্ন উঠে, তাহলে কি সত্যিই বচ্চন পরিবারে ভাঙনের সম্ভাবনা?
এমন জল্পনা যখন তুঙ্গে, তখন আবারও প্রকাশ্যে এল ঐশ্বরিয়া-অভিষেকের আরও কিছু ছবি ও ভিডিও। এতে রীতিমতো অবাক ভক্তরা!
হিন্দুস্তান টাইমসের বরাতে দেখা যায় যে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ভাইরাল হয়েছে অনন্ত-রাধিকার বিয়ের কিছু ছবি ও ভিডিও। যেখানে প্রথমেই নজর কাড়েন সালমান খান। অতিথিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। পরবর্তীতে দেখা যায় ঐশ্বরিয়াকে। স্বামী অভিষেক বচ্চনের পাশে মেয়ে আরাধ্যাকে নিয়ে একসারিতে বসে আছেন তাঁরা। এ সময় সাবেক বিশ্বসুন্দরীকে হাসতেও দেখা যায়।
তখন ঐশ্বরিয়ার পরনে ছিল একটি লাল সালোয়ার। আরাধ্যার পরনেও প্রায় একই রকমের সালোয়ার। অভিষেকের পরনে শেরওয়ানি। তবে তিনি স্ত্রী ও মেয়ের সঙ্গে নয়; বাবা, মা ও দিদি শ্বেতার পরিবারের সঙ্গে গিয়েছিলেন আম্বানিদের অনুষ্ঠানে। পরদিনও আম্বানির বাড়িতে মেয়েকে নিয়ে একাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। এতেই দুজনের আলাদা থাকার জল্পনা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাশ দিব্যি তাঁর স্বামীর পাশে বসে রয়েছেন। সঙ্গে আরাধ্যাও রয়েছেন।
নতুন ভিডিওটির পোস্টে একজনের মন্তব্য, ‘এক দম্পতিকে একসাথে দেখে অনেক রেডিটরের হৃদয় ভেঙে গেছে! মনে হচ্ছে কোনো ব্রেকআপ নেই।’ অন্য একজন লিখেছেন, ‘ক্যামেরাম্যান স্মার্ট ছিল!’
প্রসঙ্গত, ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক-ঐশ্বরিয়া। এর চার বছর পর এই তারকা দম্পতির কোল আলো করে জন্ম নেন আরাধ্যা।
শোনা যায়, বিয়ের কিছুদিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা নেই। এমনকি ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। তবে বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা জোরালো হয় গত বছরের দিওয়ালির পর।
You must be logged in to post a comment.