মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন

আ’লীগের মনোনয়ন পেলেন না অভিনেত্রী মাহি

ফোরাম প্রতিবেদক / ৭৭ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১, ২০২৩
আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন চিত্রনায়িকা মাহি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই আসনে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন জিয়াউর রহমান। আজ (রোববার) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি। পরদিন আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তখন এই অভিনেত্রী দাবি করেন, তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।

তবে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হলো না তাকে। আওয়ামী লীগ আস্তা রেখেছে জিয়াউর রহমানের উপর। সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। যদিও এর আগে, রাজনীতির সঙ্গে তার কোেেনা যোগসূত্র ছিল না। তবে তার স্বামীর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।

প্রসঙ্গত, সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। আগামী পহেলা ফেব্রুয়ারি ভোট হবে আসনটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান