কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবনে তারা দুজনেই আলোচিত ছিলেন একটা সময়। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন। সম্প্রতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জন যেন দিনকে দিন আরও জল্পনা তৈরি করছে।
জল্পনার শুরু ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকেই। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। তিনি লেখেন ‘তোমার পাশে একমাত্র তুমিই থাকো।’ এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়।
কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে। ইনস্টাগ্রাম ঘেটে দেখা যায়, অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। আর যশ পোস্ট করে তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা। যদিও অনেকে মনে করছেন, এটা তাদের কোনও ‘পাবলিসিটি স্টান্ট’।
তবে তেমনটাও নাকি নয়। টালিপাড়ার নতুন চর্চা, গত ডিসেম্বর থেকেই নাকি এক ছাদের নিচে থাকছেন না এই জুটি। শুধুমাত্র কাজের জন্য একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, বাকি সময় নাকি আলাদা আলাদাই থাকছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, যশের প্রাক্তনকে কেন্দ্র করেই নাকি সব অশান্তির সূত্রপাত। যশ যখন মুম্বাই ছিলেন, সেসময়ই নাকি তার পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। আর সেখান থেকেই সব সন্দেহের শুরু।
এরপর একসঙ্গে থাকার জন্য নুসরাত নাকি তাকে বেশ কিছু শর্ত দিয়েছেন। যদিও যশ সেসব মানতে রাজি হননি। এরপরই আলাদা হয়ে গেছেন দু’জন। থাকছেন না এক ছাদের নিচে। এদিকে, ডিসেম্বর মাসেই নাকি যশ তার পুরোনো আবাসনে ফিরে গেছেন। অন্যদিকে নুসরাত থাকছেন তার পাম আভিনিউয়ের বাড়িতে। সম্প্রতি, আগের সংসারের বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন যশ। অন্যদিকে নুসরাত গিয়েছিলেন উত্তরবঙ্গে। সঙ্গে ছিল ছেলে ঈশান ও পরিবার।
You must be logged in to post a comment.