শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

আর কোনো মায়ের কোল খালি দেখতে চাই না: অপূর্ব

বিনোদন প্রতিবেদক / ৩৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৮, ২০২৪
আর কোনো মায়ের কোল খালি দেখতে চাই না: অপূর্ব
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কোটা আন্দোলন নিয়ে সকল ভুল বোঝাবুঝির অবসান চেয়ে স্ট্যাটাস দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সংঘাত রক্তপাতে কোনো সমাধান আসে না। শিক্ষার্থীদের কথাগুলো শুনে তাদের সঙ্গে কথা বলে যুক্তি তর্ক দিয়ে কি সমাধান হয় না?’

তিনি আরও বলেন, ‘আমাদের কি কথা বলার মতো কারও মুখ নেই? কথা শোনার মতো কান নেই? সাধারণ শিক্ষার্থীদের ওপর আঘাত করা হচ্ছে তারা আমাদেরই কারও না কারও সন্তান, ভাই বোন বন্ধু সহপাঠী।’

অনুরোধ জানিয়ে অভিনেতা বলেন, ‘আমার করজোড়ে অনুরোধ, দয়াকরে সকল প্রতিনিধিরা আলোচনায় বসুন, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটুক, অতি দ্রুতই। আর রক্ত দেখতে চাই না, আর কারও প্রাণ যাক চাই না। চাই না আর কোনো বাবা-মা এর কোল খালি হোক। সংঘাত চাই না। সমাধান উপহার দিন।’

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান