‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র আয়োজনে প্রথমবার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ হবে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসনা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
কলকাতায় আগামী ২০ সেপ্টেম্বর উৎসবটি শুরু হবে। চলচ্চিত্র ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম উৎসবের আয়োজন করবেন।
‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান প্রকাশ
উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি ভি কে যোসেফ, পরিচালক অতনু ঘোষ, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী, বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং পরিচালক আবু সাইয়িদ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আয়োজনে বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’প্রদর্শিত হবে। এ ছাড়া উৎসবে প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ‘রিপলস’।
You must be logged in to post a comment.