ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। চার মাস হলো পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়েই সময় কাটে তার। তবে সদ্য মা হওয়া এই অভিনেত্রী আর্জেন্টিনার খেলা দেখা একদমই বাদ রাখেন না। ক্রোয়েশিয়াকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার প্রশংসা করেছেন তিনি। এই অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ, এটা একদম চমৎকার।’ তাই তো গত ১০ ডিসেম্বর প্রিয় দয়ের জয় হওয়ার প্রত্যাশা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেত্রী।
পরীমণি সেই সময় ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে বলেন, ‘আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিজ।’
অভিনেত্রীর প্রতিশ্রুতি দেয়ার তিন পার হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়াম মাঠে নামে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। এতে প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মেসির দল। প্রতিপক্ষকে পরাজয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করে নেয় আর্জেন্টিনা।
প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত পরী। এখন চ্যালেঞ্জ ছুড়ে প্রতিশ্রুতি দেয়া কথা পালনের সময়। অবশ্যই প্রতিশ্রুতি রাখবেন! সেটাই শুরু করলেন অভিনেত্রী। কথা অনুযায়ী ব্রাজিলের জার্সি পরে আয়নার সামনে তোলা একটি সেলফি পোস্ট করেছেন ফেসবুকে। ছবিতে ব্রাজিল সাপোর্টার স্বামী ও অভিনেতা শরিফুল রাজকেও দেখা গেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফেসবুকে ছবিটি পোস্ট করে লেখেন, ‘বলেছিলাম, আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান।’
You must be logged in to post a comment.