রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

আর্জেন্টিনার কাছে হেরে ইতালিয়ান রেফারিকে দুষলেন মদ্রিচ

ফোরাম প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২২
আর্জেন্টিনার কাছে হেরে ইতালিয়ান রেফারিকে দুষলেন মদ্রিচ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচে শুরুতে মেসিদের আটকে রাখতে পারলেও শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ক্রোয়েশিয়াকে। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে দলটির তারকা ফুটবলার মদ্রিচ ম্যাচের রেফারি নিয়ে অসন্তোশ প্রকাশ করেন।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ইতালির দানিয়েল ওরসাতো। আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে উল্লেখ করে মদ্রিচ বলেন, ‘যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা জিতেছে, তারা আমাদের থেকে ভালো দল ছিল, জয়টা তাদের প্রাপ্য ছিল। কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমার বলা উচিত, যা আমি সচরাচর বলি না।’

ম্যাচে প্রথমার্ধের ৩৭ মিনিটে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি ওরসাতো। আর সেই পেনাল্টির সিদ্ধান্তই মানতে পারছেন না ক্রোয়েশিয়ার মদ্রিচ। তিনি বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। আমার দেখা সবচেয়ে বাজে রেফারিং ছিল। আমার কোনো ভালো অভিজ্ঞতা নেই তার সাথে। ঐটা পেনাল্টি ছিল না।’

পেনাল্টিটাই ম্যাচের চিত্রপট বদলে দিয়েছে বলে মনে করেন মদ্রিচ। একই সাথে তিনি জানান তৃতীয় হওয়ার জন্যই এখন লড়বে তার দল। মদ্রিচ বলেন, ‘আমি আর্জেন্টিনাকে খাটো করছি না কিন্তু পেনাল্টিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের তৃতীয় হওয়ার জন্য এখন লড়াই করতে হবে এবং জিততে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান