কাতার ফুটবল বিশ্বকাপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে দুর্দান্ত খেলে হারিয়েছে সৌদি আরব। দেশটির এই ঐতিহাসিক জয়ের পর বুধবার (২৩ নভেম্বর) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, মঙ্গলবার (২২ নভেম্বর) এই ঘোষণা দিয়েছে সৌদি আরব। সরকারি এই ঘোষণা অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এবারের বিশ্বকাপ আসরে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। মঙ্গলবার দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় সৌদি আরব। চলতি বিশ্বকাপ আসরে এটিই প্রথম অঘটন।
বিশ্বকাপে কোনো ম্যাচ জয়ের পর সরকারি ছুটির ঘোষণা এবারই প্রথম নয়। এর আগে ১৯৯০ সালে আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ খেলে জয় পেয়েছিল ক্যামেরুন। ক্যামেরুনের ওই জয়কে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অঘটন বলে মনে করা হয়। দেশটির এমন পারফরমেন্সের পর ক্যামেরুনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।
You must be logged in to post a comment.