শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

আরো একটি বিশ্বকাপ ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

ফোরাম প্রতিবেদক / ৮৮ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২২
আরো একটি বিশ্বকাপ ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ফুটবল বিশ্বকাপে আরো একটি ফাইনালে স্বপ্নে বিভোর এখন ফ্রান্স। আর তা সম্ভব হয়েছে কোচ দিদিয়ের দেশ্যমের নিপুন দক্ষতায়। যারা দেশ্যমকে আরো দীর্ঘ সময় ফ্রান্সের কোচ হিসেবে দেখতে চায় তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পারছে একজন কোচের জন্য টানা দ্বিতীয় ফাইনালে খেলার স্বপ্ন কতটা বড়। দেশ্যমের স্থান থেকে তারা বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করছে।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শেষ চারে এখন মরক্কোর মোকাবেলা করবে ফ্রান্স। সেখানেই যাই হোক না কেন দেশ্যমের সামনে সুযোগ থাকবেন নিজের ১০ বছরের মেয়াদ আরো বাড়িয়ে নেবার। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লি গ্রায়েতে দেশ্যমের সব চাহিদাই পূরণ করেছেন। আর সে কারনেই দেশ্যম বলেছেন, ‘বল এখন আমার কোর্টে, আমি সিদ্ধান্ত নেব ভবিষ্যতে কি হবে। বিশ্বকপে আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। এরপর দেখা যাক কি হয়। একটার পর একটা সিদ্ধান্ত সামনে আসবে। সভাপতি খুবই খুশী। দেশের মানুষ খুশী। কিন্তু আমি এখন শেষ চার নিয়েই চিন্তা করতে চাই। আমার সামনে শুধুমাত্র বুধবারের ম্যাচ, এর বেশী কিছু নয়।’ ২০১২ সালে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দেশ্যম। ২০১৮ বিশ্বকাপে জয়ের পর অনেকেই মনে করেছিল দেশ্যমের হাত ধরেই ফ্রান্স আরো বহুদুর এগিয়ে যাবে। আজ সেই স্বপ্ন সত্যিই হয়েছে। যদিও ইউরো ২০২০’এ ফ্রান্সের হতাশাজনক পারফরমেন্সে দেশ্যমের ভবিষ্যত শঙ্কার মুখে পড়ে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে ঐ সময় করিম বেনজেমা দলে ফেরা সত্বেও ফ্রান্স শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলে দেশ্যমের সাথে খেলা ডেভিড ট্রেজেগুয়েট বলেছেন, ‘দেশ্যম তার খেলোয়াড়দের গুন সম্পর্কে জানে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সবার কাছ থেকেই সঠিক বিষয়টি আদায় করে নিচ্ছে। দেশ্যম তার খেলোয়াড়দের দারুনভাবে বুঝতে পারে। আর এর মাধ্যমেই সব খেলোয়াড়ের কাছ থেকে শতভাগ বের করে নিতে সে সক্ষম হয়েছে।’১৯৯৮ সালে লেস ব্লুজদের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন দেশ্যম। এরপর ইউরো ২০০০ জয়ী দলেও তিনি নেতৃত্ব দিয়েছে। চার বছর আগে দেশ্যমের অধীনেই ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল। ফ্রান্সের সাম্প্রতিক বিশ্বকাপ রেকর্ড খুবই শক্তিশালী। শেষ ছয়টি বিশ্বকাপের দুটি তারা জয় করেছে, আরো একটি ফাইনালে অপেক্ষায় রয়েছে। এছাড়া দেশ্যমের অধীনে ফ্রান্স ইউরো ২০১৬’র ফাইনালে খেলেছে। ফ্রান্স যদি দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে হারাতে পারে তবে ৬০ বছরের মধ্যে প্রথম কোন দল হিসেবে ব্রাজিলের পর বিশ্বকাপ ধরে রাখার দাবীদার হয়ে উঠবে। একইসাথে ১৯৩০ সালে ইতালির ভিট্টোরিও পোজোর পর প্রথম কোন কোচ হিসেবে পরপর দুইবার একই দলের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি এখন দেশ্যমের সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান