দেশের জনপ্রিয় নির্মাতাদের একজন মিজানুর রহমান আরিয়ান। নাটক নির্মাণ করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। তার পরিচালিত অন্যতম নাটক ‘বড় ছেলে’। বছরজুড়েই কাজের ব্যস্ত থাকে আরিয়ানের। এবার নতুন চমক নিয়ে আসছেন তিনি। আরিয়ানের পরিচালনায় প্রথমবার নাটকে দেখা যাবে ফররুখ আহমেদ রেহানকে। চলতি বছরে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আরারাত’-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি।
মডেলিং ঘিরেই ব্যস্ততা রেহানের। ওয়েব সিরিজটির পর একাধিক কাজের জন্য প্রস্তাব পান তিনি। সে ধারাবাহিকতায় এবার প্রথমবার নাটকে দেখা যাবে রেহানকে। তার সঙ্গে থাকবে নাজনীন নীহা। এরই মধ্যে আরিয়ান তারই রচনায় দুজনকে নিয়ে ‘যুগল’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন।
নিজের প্রথম নাটক নিয়ে রেহান বলেন, বিশেষত আরিয়ান ভাই নির্দেশিত ‘বড় ছেলে’ নাটক আমি দেখেছি। তার ভক্ত ছিলাম। কিন্তু কখনো ভাবিনি যে তার পরিচালনাতেই নাটকে আমার এত সুন্দর এক পথচলা শুরু হবে। আরিয়ান ভাই খুব শান্ত ও মেধাবী একজন পরিচালক। আমাকে তিনি যেভাবে গাইড করে নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নীহাও আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। আমার প্রথম নাটক হিসেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব প্রত্যাশা আমার এ নাটক ঘিরে।
বেশ কয়েক মাস আগে রেহান ও নাজনীন নীহা ফটোগ্রাফার রফিকুল ইসলাম রেফের একটি ফটোশুটে অংশ নেন। সেখানে করা দুজনের একটি রিল চোখে পড়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ানের। ভালো লেগে যায় তার। সিদ্ধান্ত নেন দুজনকে নিয়ে নাটক নির্মাণের।
প্রসঙ্গত, রেহানের ২০১৯ সালে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজের শুরু। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। ভিকি জাহেদের ‘আরারাত’ সিরিজে ভিলেন চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। মিনারের ‘রঙ্গিন’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এবার নাটকে সূচনা করলেন তিনি।
You must be logged in to post a comment.