অডিশন রাউন্ড শেষে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেশের টেলিভিশনের অন্যতম সেরা রিয়েলিটি শো-‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার সিজন টু’এর মূল পর্ব।
সারাদেশ থেকে প্রায় নয় হাজার প্রতিযোগীর মধ্যে থেকে বাছাই করা ৬০ জনকে নিয়ে এই মূলপর্বে শুটিং শুরু হয়েছে রাজধানী তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে।
প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শকের কাছে দারুণ সাড়া ফেলবে বলে মনে করছে আরটিভি কর্তৃপক্ষ।
প্রথম দিনের শুটিংয়ে বিচারক হিসেবে উপস্থিতি ছিলেন সংগীতশিল্পী এস আই টুটুল, অভিনেতা আবদুন নূর সজল ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। এছাড়া অতিথি বিচারক ছিলেন চিত্রনায়ক নিরব।
You must be logged in to post a comment.