শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

আরটিভিতে ৪র্থ দিনের অনুষ্ঠান

ফোরাম প্রতিবেদক / ৪০৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ১২, ২০২২
আরটিভিতে ৪র্থ দিনের অনুষ্ঠান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ঈদুল আযহার ৪র্থ দিন আরটিভিতে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার করবে তা নিম্নে তুলে ধরা হলো। সকাল ১০টা ১০মি. : বাংলা ছায়াছবি ‘জন্ম’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর প্রমুখ। দুপুর ২টা ১০মি. : ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘মনের মানুষ ’, রচনা ও পরিচালক: সঞ্জয় সমদ্দার, অভিনয়ে: মোশাররফ করিম, বিদ্যা সিনহা মীম, শেলী আহসান প্রমুখ। বিকাল ৫ টা ৩০ মি. : বাংলার গায়েন শিল্পীদের নিয়ে বিশেষ ফোক সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’পর্ব ২; প্রযোজক: সোহাগ মাসুদ। সন্ধ্যা ৬টায় : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাজ’; রচনাঃ কাজী জামান; পরিচালনাঃ ইসমে আজম স্বপন; অভিনয় শিল্পীঃ জাহিদ হাসান. শেহতাজ মুনীরা হাশেম, মিনু মমতাজ, মানস বন্দোপাধ্যায়, তামিমা মিতু, আফরোজা হোসেন ও আরো অনেকে। ৭টা : একক নাটক ‘ ঈদে ওরাও বাড়ি যাবে’; রচনা: অর্ক মোস্তফা, পরিচালনা: রাফাত মজুমদার রিংকু; অভিনয়ে: তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ। রাত ৮টা : একক নাটক ‘অ্যাম্বুলেন্স গার্ল’; রচনা ও পরিচালনা: অনন্য ইমন; অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ প্রমুখ। ৯ টা : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’; রচনা ঃ বৃন্দাবন দাস; পরিচালনা- নিয়াজ মাহবুব; অভিনয় শিল্পীঃ চঞ্চল চৌধুরী, অহনা রহমান, আহসান হাবিব নাসিম, শাহনাজ খুশি, ডলি জহুর, আজিজুল হাকিম ও আরো অনেকে। ৯ টা ৩০মি. : একক নাটক ‘ওসম ওসমান’; রচনা: মিজানুর রহমান বেলাল, পরিচালনা: আদিত্য জনি; অভিনয়ে: জাহিদ হাসান, সাদিয়া জাহান প্রভা প্রমুখ। ১১ টা : একক নাটক ‘গল্প প্রেম’; রচনা: আফরীন জামান লীনা, পরিচালনা: শাহনেওয়াজ সজিব, অভিনয়ে: ঋষি কৌশিক, কেয়া পায়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান