ঈদুল আযহার ৪র্থ দিন আরটিভিতে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার করবে তা নিম্নে তুলে ধরা হলো। সকাল ১০টা ১০মি. : বাংলা ছায়াছবি ‘জন্ম’, অভিনয়ে: শাকিব খান, শাবনূর প্রমুখ। দুপুর ২টা ১০মি. : ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘মনের মানুষ ’, রচনা ও পরিচালক: সঞ্জয় সমদ্দার, অভিনয়ে: মোশাররফ করিম, বিদ্যা সিনহা মীম, শেলী আহসান প্রমুখ। বিকাল ৫ টা ৩০ মি. : বাংলার গায়েন শিল্পীদের নিয়ে বিশেষ ফোক সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’পর্ব ২; প্রযোজক: সোহাগ মাসুদ। সন্ধ্যা ৬টায় : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাজ’; রচনাঃ কাজী জামান; পরিচালনাঃ ইসমে আজম স্বপন; অভিনয় শিল্পীঃ জাহিদ হাসান. শেহতাজ মুনীরা হাশেম, মিনু মমতাজ, মানস বন্দোপাধ্যায়, তামিমা মিতু, আফরোজা হোসেন ও আরো অনেকে। ৭টা : একক নাটক ‘ ঈদে ওরাও বাড়ি যাবে’; রচনা: অর্ক মোস্তফা, পরিচালনা: রাফাত মজুমদার রিংকু; অভিনয়ে: তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ। রাত ৮টা : একক নাটক ‘অ্যাম্বুলেন্স গার্ল’; রচনা ও পরিচালনা: অনন্য ইমন; অভিনয়ে: মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ প্রমুখ। ৯ টা : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’; রচনা ঃ বৃন্দাবন দাস; পরিচালনা- নিয়াজ মাহবুব; অভিনয় শিল্পীঃ চঞ্চল চৌধুরী, অহনা রহমান, আহসান হাবিব নাসিম, শাহনাজ খুশি, ডলি জহুর, আজিজুল হাকিম ও আরো অনেকে। ৯ টা ৩০মি. : একক নাটক ‘ওসম ওসমান’; রচনা: মিজানুর রহমান বেলাল, পরিচালনা: আদিত্য জনি; অভিনয়ে: জাহিদ হাসান, সাদিয়া জাহান প্রভা প্রমুখ। ১১ টা : একক নাটক ‘গল্প প্রেম’; রচনা: আফরীন জামান লীনা, পরিচালনা: শাহনেওয়াজ সজিব, অভিনয়ে: ঋষি কৌশিক, কেয়া পায়েল প্রমুখ।
You must be logged in to post a comment.