আরটিভিতে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ১০ টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ফ্রেন্ডস। ইউসুফ আলী খোকন-এর রচনা ও সকাল আহমেদ-এর পরিচালনায় এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন: আরশ খান, তানিয়া বৃষ্টি, মাসুম বাসার, মিলি বাসার, রকি খান, শেলী আহসান, শিরিন আলম, রেশমা আহমেদ,বাসার বাপ্পী, হিন্দোল রায় রিসা চৌধুরী, শেহতাজ ওমর, তালহা খান, তাবাসুম মিথিলা, রিজওয়ান প্রমুখ।
You must be logged in to post a comment.