শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

আরটিভিতে ঝালফ্রাই নিয়ে আসছেন তৌসিফ-কেয়া পায়েল

ফোরাম প্রতিবেদক / ৩০৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ২, ২০২২
আরটিভিতে ঝালফ্রাই নিয়ে আসছেন তৌসিফ-কেয়া পায়েল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে থাকছে একক নাটক ‘ঝালফ্রাই’। ইমেল হক এর রচনা ও ইমরাউল রাফাতের পরিচালনায় ঝালফ্রাই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

গল্প সংক্ষেপ : ফারিয়া (কেয়া পায়েল) এবং রাফসান (তৌসিফ) দুজনই ফুড ব্লগার। ফারিয়া কাজটি করে সঠিক বিচার বিবেচনা করে আর রাফসান সবসময় চাই যে করেই হোক তার ভিউ বাড়াতে হবে। রাফসানের নানামুখী কর্মকান্ডের কারণে তার জনপ্রিয়তা বেশি আর খাবারের সঠিক রিভিউ করায় তার ভিউ কম কিন্তু দুজনেই ফুডব্লগার হিসেবে ব্যাপক ভাবে আলোচিত। এই দুজনকে নিয়ে একজন নির্মাতা ফুড বিষয়ক একটি কন্টেন্ট তৈরির জন্য আমন্ত্রন জানায়। সেখানে গিয়ে রাফসান বাকপটুতা দিয়ে ফারিয়াকে বারবার ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবেই তাদের দ্বন্দ্ব আরো প্রকট হয় এবং নানামুখি নাটকীয়তার মধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে গল্প।

আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে প্রচার করা হবে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান