আরটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক জাদুনগর। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন এবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ. খ. ম. হাসান, ডা. এজাজুল ইসলাম, নাদিয়া মীম, ফারজানা রিক্তা, এমিলা হক, ওয়ালিউল হক রুমি, স্বর্ণলতা, ওবিদ রেহান, টুটুল চৌধুরী, মুকুল সিরাজ, সূচনা সিকদার, তানভীর মাসুদ, নাঈমা আলম মাহা, হেদায়েত নান্নু, শামীম প্রমুখ।
কাহিনী সংক্ষেপ: গ্রামের নাম জাদুনগর। এই গ্রামের প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তি সাদেক সরকার হা ডু ডু খেলার আয়োজন করে থাকে। এই খেলা নিয়ে সব সময় ক্ষোভ প্রকাশ করে থাকেন জটিল জেয়ার্দার। খেলা হয় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে। প্রতিবারই খেলায় অবিবাহিতরা জেতে। এতে বিবাহিতরা স্ত্রীদের কাছে ভর্ৎসনার শিকার হয়। বেশি ভর্ৎসনার শিকার হয় বাকির। তাদের হেরে যাওয়ার মূল কারণ দরিদ্র পরিবারের অবিবাহিত যুবক বরাদ আলী। সে শরীর-স্বাস্থ্যে যেমন তাগড়া তেমনি হা ডু ডু খেলায় চৌকস। তাকে বিয়ে করিয়ে নিজের দলে আনার জন্য বাকির তার ছোটবোন তারাকে লেলিয়ে দেয়। কিন্তু বরাদ আলীকে পছন্দ করে গ্রামের আরেক তরুণী মুক্তা। বরাদ আলীকে ঘিরে শুরু হয় মুক্তা ও তারার দ্বন্দ্ব। অন্যদিকে অবিবাহিতরা বাকিরের কৌশল বুঝতে পারে। তারা বরাদ আলীকে বাকিরের ফাঁদে পা দিতে নিষেধ করে। কিন্তু বরাদ আলীর ভালো লাগে তারাকে। সে গোপনে প্রেম চালিয়ে যায় তারার সঙ্গে। এই সময় বিজলী নামে এক মেয়ে এসে দাবি করে সে বরাদ আলীর স্ত্রী। বরাদ আলী যখন গার্মেন্টসে কাজ করত তখন তাকে বিয়ে করেছে। এটা নিয়ে শুরু হয়ে যায় হুলস্থূল কারবার। তারা ক্ষেপে যায় বরাদ আলীর ওপর। বিবাহিতরা দাবি তোলে বরাদ আলীর সব পদক ফিরিয়ে নেয়ার। সবাই বরাদ আলীর কাছ থেকে পদক ছিনিয়ে নেয়। পরবর্তীসময়ে প্রমাণ হয়ে যায়, বরাদ আলী বিয়ে করেনি। ততদিনে বিবাহিত দলে একবার খেলে দলকে জেতায় বরাদ আলী। অবিবাহিতরা এই ফলাফল বাতিলের দাবি তোলে। বরাদ আলী বাদ সাধে। শুরু হয় নতুন গোলোযোগ।
You must be logged in to post a comment.