রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

আরটিভিতে অবসরপ্রাপ্ত প্রেমিক

ফোরাম প্রতিবেদক / ৪০৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ৫, ২০২২
আরটিভিতে অবসরপ্রাপ্ত প্রেমিক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে থাকছে একক নাটক ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’। শফিকুর রহমান শান্তনু এর রচনা ও সকাল আহমেদ এর পরিচালনায় বিশেষ নাটক ‘অবসরপ্রাপ্ত প্রেমিক’তে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষী কৌশিক ও বাংলাদেশের চিত্র নায়িকা আঁচল।

গল্প সংক্ষেপঃ অনিক এলাকার প্রেমিক। এনিয়ে এলাকায় একটা না একটা গন্ডগোল বাধা রোজকার ঘটনা। কারণ অনিক যাদের প্রেমে পড়ে প্রপোজ করতে যায়, দেখা যায়, তারা কোন না কোনভাবে তার জন্য মিস ম্যাচ। এনিয়ে এলাকার যুব সমাজের মিটিং বসে। কিভাবে অনিককে প্রেম করা থেকে বিরত রাখা যায়? তখন সিদ্ধান্ত হয়, একটা অনুষ্ঠানের আয়োজন করে অনিককে অবসরপ্রাপ্ত প্রেমিক পদক ও সম্মাননা দেয়া হবে। তার উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হবে। তাকে উত্তরীয় পরিয়ে দেয়া হবে। তাহলে অনিক আর কাউকে প্রেম নিবেদন করতে পারবে না। কারণ সে তো এখন অবসরপ্রাপ্ত প্রেমিক। সিদ্ধান্ত অনুযায়ী অনিককে বুঝিয়ে অনুষ্ঠানে আনা হয়। কিন্তু অনুষ্ঠানের উপস্থাপিকা ভার্সিটি পড়ুয়া শীলাকে দেখে অনিক ওয়াশরুমে যাওয়ার নাম করে পালিয়ে যায়। মানুষ বিয়ের মঞ্চ থেকে পালায় এমন উদাহরণ আছে। কিন্তু এমন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালায় তা কেউ ভাবতেই পারে নি। এদিকে শীলার জীবনে নেমে আসে অশান্তি। শীলাকে প্রেম নিবেদন করে বসে। শীলা বলে, তার বয়ফ্রেন্ড আছে। তাতেও দমবার পাত্র নয় অনিক। সুপার খুর মতো শীলার পেছনে সে লেগেই থাকে। এভাবেই তাদের দ্বন্দ্ব আরো প্রকট হয় এবং নানামুখি নাটকীয়তার মধ্যদিয়ে এগিয়ে যেতে থাকে গল্প। আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে প্রচার করা হবে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান