‘আমেরিকান আইডল’ খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ সংগীতশিল্পী উইলি স্পেস মারা গেছেন। ভয়াবহ একটি গাড়ি দুর্ঘটনার পরে মৃত্যু হয়েছে তার। বুধবার (১২ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি মেইল-এর
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, একটি ট্রাক এসে তরুণ গায়কের গাড়ির পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় স্পেসের।
হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী রবি চৌধুরী
উইলি স্পেস মৃত্যুর কিছুক্ষণ আগে ‘ইউ আর মাই হাইডিং প্লেস’ গানটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। যার ভিডিওতে তাকে চোখ বন্ধ করে পেছনে মাথা কাত করে গাইতে দেখা যায়।
‘আমেরিকান আইডল: সিজন ১৯’-এ রানার আপ হন উইলি স্পেস। মাত্র ২৩ বছর বয়সে তরুণ সংগীতশিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে শো কর্তৃপক্ষ।
You must be logged in to post a comment.