রোববার (৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। নেচে-গেয়ে দর্শকদের হৃদয় জয় করেন এই অভিনেতা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন সালমান খান।
পারফরম্যান্স শেষে দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় কথা বলে সবার মন, হৃদয় জয় করেন তিনি। সল্লু বলেন, কেমন আছেন? আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি।
বলি ভাইজান বলেন, আমি শেখ হাসিনাজিকে অনেক ভালোবাসি। তার নামটাই শুধু অসাধারণ নয়, নামের মতো মন থেকেও সুন্দর উনি। হাসিনা দেখতেও সুন্দর। তার বন্ধুসুলভ মধুর হাসি মনকাড়া। পুরো বাংলাদেশের মানুষ শেখ হাসিনাজিকে অনেক ভালোবাসেন। এ জন্যই তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুকন্যা।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সালমান। বাংলাদেশের স্থপতিকে নিয়েও স্বল্প পরিসরে কথা বলেন তিনি। সবশেষে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ ঐতিহাসিক বাক্য আওড়ান ক্যাটরিনাও। সমস্বরে বলেন দর্শকরাও।
You must be logged in to post a comment.