গুঞ্জনের শুরু চিত্রনায়িকা মাহিয়া মাহি এক ফেসবুক স্ট্যাটাস থেকে। নায়িকা লিখেছিলেন, ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল।’
এরপরই দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন গুঞ্জন। শুধু তাই নয়, দেশের কিছুই অনলাইন পোর্টালেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে খবরও প্রকাশ হয়।
তবে মাহি সরাসরি বিষয়টি নাকচ করে দেয়েছেন। মাহি বললেন, ‘এটা সত্য নয়। আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সাথে জানিয়ে দিতাম।’
ওই স্ট্যাটাস প্রসঙ্গে মাহির ভাষ্য, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি তুমি আর আমাদের ২ টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।’
You must be logged in to post a comment.