শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

আমি মা হতে চলেছি: মাহি

ফোরাম প্রতিবেদক / ১৯২ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২৩
আমি মা হতে চলেছি: মাহি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে সরব হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ ও পথসভা করেছেন এ নায়িকা। এদিকে নতুন করে সিনেমাইয় তাকে পাওয়া যাচ্ছে না। তবে কি বিরতিতে যাচ্ছেন মাহি? এমন প্রশ্ন ঘুরছে তার ভুক্তদের মনে।

এ নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘ আমি কখনো অভিনয় ছাড়তে পারব না। কারণ এটা আমার রক্তে মিশে গেছে। হ্যাঁ, এখন আমার বিশ্রামে থাকার কথা ছিল, কারণ আমি মা হতে চলেছি। কিন্তু আমি এখন রাজনীতির মাঠে সরব আর অভিনয় থেকে দূরে আছি। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। আমি মানুষের পাশে থাকতে চাই। এর মধ্যে যেহেতু (চাঁপাইনবাবগঞ্জ-২ আসন) উপনির্বাচন চলে এসেছে তাই দলের হয়ে নিজ ইচ্ছাতেই কাজ করছি। এখন তো প্রচারণার কাজও শেষ। এখান বিশ্রামে যাব।’

নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানকে ভোট দেওয়ার জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান