ব্যক্তিজীবন কিংবা সিনেমা—নানা কারণেই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। চলতি বছর শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ, কাছের মানুষ দাদাভাইয়ের মৃত্যু তাঁকে বিষাদে ডুবিয়ে দিয়েছে। তবে কোনোভাবেই ভেঙে পড়ার মানুষ নন তিনি।
রোববার (১০ ডিসেম্বর) একটি স্কিনকেয়ার ও কসমেটিকস প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পরী মণি। তিনি বললেন, ‘অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ঢাকাই সিনেমায় আছি, ভালোভাবেই আছি। জীবন হয়তো আমার কাছে পরীক্ষা নিচ্ছে। আমি ভেঙে পড়ার মানুষ নই।’
তিনি আরও বলেন, ‘সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। ভালো ভালো সিনেমায় আমাকে দেখতে চাই। প্রতিদিন আমার কাছে স্ক্রিপ্ট আসছে। ধীরে ধীরে কাজ করতে চাই। অসংখ্য কাজ তো কোনো শিল্পীই করতে পারবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি একদম বেছে বেছে, ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সবকিছু ভেবেই শুটিং করতে হবে।’
সন্তান রাজ্যকে ঘিরেই পরী মণির জীবন। এই চিত্রনায়িকা বললেন, ‘সন্তানের প্রাধান্য আমার কাছে বেশি। সিনেমাও করব। কিন্তু সন্তানকে সময় দেবো না, এটা ভাবতেই পারি না। তবে এর ভেতরে বেশকিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থার কাজ করছি। নানু মারা যাবার পর আসলে আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে। তবে কাজ করে যেতে চাই। নিজের কঠিন সময়ে যাদের পাশে পেয়েছি, সত্যিই তাদের কোনোদিন ভুলব না।’
প্রসঙ্গত, সর্বশেষ ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ শেষ করেছেন পরী মণি। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এতে পরী মণির সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।
You must be logged in to post a comment.