শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

‘আমি বাঁচতে চাই’, হাসপাতাল থেকে নায়িকা রঞ্জিতা

ফোরাম প্রতিবেদক / ২২৭ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২, ২০২২
‘আমি বাঁচতে চাই’, হাসপাতাল থেকে নায়িকা রঞ্জিতা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমায় চিত্রনায়ক বাপ্পারাজের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী রঞ্জিতা। জনপ্রিয় এই সিনেমার নায়িকা রঞ্জিতা এখন ভালো নেই।

রোববার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন অভিনেত্রী রঞ্জিতা। বলেন, বর্তমানে প্যারালাইজড হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তিনি। স্ট্রোক করায় শরীরের একপাশ অবশ হয়ে আছে। গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করার পরদিন হাসপাতালে নেয়া হয় বলেও জানান তিনি।

শাকিব খানের বিরুদ্ধে বিদেশী নারীকে ধর্ষণের অভিযোগ !

অভিনেত্রী রঞ্জিতা বলেন, আমি সুস্থ হতে চাই, বাঁচতে চাই। আমার আপন বলতে কেউ নেই। মা-বা নেই, এক ভাই রয়েছে। সেও প্রতিবন্ধী। আর এই চিকিৎসা প্রচুর ব্যয়বহুল। এ কারণে বেঁচে থাকার জন্য সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

রঞ্জিতা ক্যারিয়ারে ২৯টি সিনেমায় অভিনয় করেছেন। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘রাজা মিস্ত্রী’ ও ‘জিনের বাদশা’ সিনেমায়ও দেখা যায় তাকে।

অভিনয়ের বাইরে সিনেমা প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘কুংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ’। সর্বশেষ তাকে ‘নীল নকশা’ সিনেমায় দেখেছিলেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান