সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা যখন ব্যান্ড তারকা শাফিন আহমেদের শোকে ভাসছে, তখনই হঠাৎ করে ছড়িয়ে পড়ে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যুর গুজব। যদিও বিষয়টি গুজব ছাড়া কিছুই নয়।
এমন ভুল তথ্য ছড়িয়ে পড়া প্রসঙ্গে রুবেলের ভাষ্য, ‘কী এক বিপদে পড়েছি, সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা। আমার মৃত্যুর খবরটি গুজব। এখনও ভালো আছি, সুস্থ আছি।’
তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরও বলেন, ‘কী আর বলব বলেন! গুজবের মাধ্যমে আমাকেও মেরে ফেলা হয়েছে! এটা আবার অনেকেই শেয়ারও করেছেন। তাদের শেয়ার করার আগে যাচাই করা উচিত ছিল। যে কারণে এই দুই দিন ধরে একের পর এক ফোন পাচ্ছি। দুই দিন ধরে বিভিন্ন দেশে থেকে আমাকে ফোন দিয়ে জানতে চাইছেন, আমি নাকি মারা গেছি। শুধু আমি নয়, আমার স্ত্রীকেও ফোন দিয়ে আত্মীয়স্বজনেরা একই কথা জানতে চাইছেন। ভক্তরাও উদগ্রীব। এখন সবাইকে বলতে হচ্ছে, আমি জীবিত আছি, সুস্থ আছি।’
প্রসঙ্গত, চিত্রনায়ক রুবেলের গুজবটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে একটি ভিডিওর মাধ্যমে। যেখানে লেখা হয়েছে ‘লড়াকু’খ্যাত নায়ক রুবেলকে নিয়ে, অথচ ভিডিও ফুটেজ প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের।
You must be logged in to post a comment.