আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় মনোনয়ন ফরম নিয়েছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন রুবেল।
মনোনয়ন ফরম তোলার পর তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকেই জয় বাংলা স্লোগান দিয়ে আসছি। অভিনয় জগতের অন্যান্যদের মতো আমি নতুন করে রাজনীতিতে আসিনি। আমার শেকড়ই আওয়ামী লীগের।
তিনি আরও বলেন, আমি হঠাৎ করে রাজনীতিতে আসিনি। তাই আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন। ছাত্রজীবনে ছাত্রলীগে জড়িত ছিলাম এবং আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাই রাজনৈতিক জ্ঞান যথেষ্ট আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রার সঙ্গী হওয়ার আশাও ব্যক্ত করেন চিত্রনায়ক রুবেল।
You must be logged in to post a comment.