বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

আমি একজন সহজ-সরল মেয়ে: মাহি

ফোরাম প্রতিবেদক / ৩১৪ জন দেখেছেন
আপডেট : জুন ২৯, ২০২২
আমি একজন সহজ-সরল মেয়ে: মাহি
আমি একজন সহজ-সরল মেয়ে: মাহি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

তারকাবহুল নাটক ‘চির কুমার সংঘ’। নাম, প্রেম বঞ্চিত একটি কলোনির যুবকদের মজার কাহিনি নিয়ে প্রায় ১৫ বছর আগে নির্মাণ করা এ নাটকটি তরুণ প্রজন্মের হৃদয়ে এখনো গেঁথে রয়েছে। সিডির ক্যাসেটের সময়ে ব্যবসা সফল হয় নাটকটি।

নতুন খবর হচ্ছে, নতুন করে নাটকটির ২০২২ সংস্করণ করা হয়েছে। আর এই সংস্করণে যুক্ত হয়েছেন তরুণ প্রজন্মের ক্রেজ অভিনেত্রী সামিরা খান মাহি।

এই অভিনেত্রী নাটকটির বিষয়ে বলেন, “নাটকটির গল্প সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না আমি। এটা দর্শকদের জন্য চমক হিসেবে থাকুক। এতে আমি একজন সহজ সরল মেয়ে। মূলত মেয়েটি ওই গ্রামে থাকে না, সেখানে বেড়াতে আসে। এই একজন মেয়ের পেছনে সবাই ছুটে বেড়ায়। তাকে পটানোর জন্য অনেক চেষ্টা করে এলাকার চিরকুমাররা।”

মাহি আরও বলেন, “ইতোমধ্যে এই নাটকের শুটিং শেষ হয়েছে। এতে এবারই প্রথম যুক্ত হলাম আমি। আশা করি দর্শকরা অনেক উপভোগ করবেন।”

‘চির কুমার সংঘ-২০২২’ সংস্করণে সামিরা খান মাহি ছাড়াও আরও অভিনয় করেছেন হাসান মাসুদ, সোহেল খান, সিদ্দিকুর রহমান, জামিল হোসেন, কচি খন্দকার প্রমুখ।

মোস্তফা কামাল রাজ পরিচালিত এ নাটকটি আসন্ন ঈদুল আযহায় ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান