সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

আমি আর গাইতে পারছি না: তাহসান!

বিনোদন প্রতিবেদক / ২৫ জন দেখেছেন
আপডেট : জুন ৫, ২০২৪
আমি আর গাইতে পারছি না: তাহসান!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তাহসান খানের কণ্ঠনালীতে। ২০১৮ সাল থেকে ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন এই গায়ক।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তাহাসান জানালেন, কয়েক বছর আগে তাঁর ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে। মূলত ২০১৮ সাল থেকে শুরু হয় এই সমস্যা। এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না তিনি। এমনকি কখনও আগের মতো গাইতে পারবেন কিনা, তা নিয়েও রয়েছে শঙ্কা। বর্তমানে চলছে চিকিৎসা।

ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, এখন মাঝেমাঝে গান গাইতে পারলেও যখন এই সমস্যা প্রকটভাবে বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারেন না। শ্রোতাদের উদ্দেশে তাহসান বলেন, ‘ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না।’

জানা যায়, এই রোগে আক্রান্ত হলে গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। মনোবল কমে যায় গান গাওয়ার। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তাহসান, যাতে তিনি দ্রুতই এই রোগ মোকাবিলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন।

তাহসান ‘ব্ল্যাক’ ব্যান্ডে থাকার সময় ২০০৫ সালে চট্টগ্রামে কনসার্ট শেষ করে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁদের মাইক্রোবাস। সদস্যরা বেঁচে ফিরলেও এরপর আর একসঙ্গে তাঁদের বাজানো হয়ে উঠেনি। তাসহানও আর থাকেননি ব্যান্ডের সঙ্গে। একক শিল্পী হিসেবে শুরু হয় তাঁর সংগীতযাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান