হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউডের প্রভাবশালী নায়ক আমির খান। অভিনয়ে সুখ্যাতির পাশাপাশি তার রয়েছে অসাধারণ ব্যক্তিত্ব। তবে বিয়ে ও স্ত্রীকে নিয়ে রয়েছে ছোট্ট একটা বিবাদ। প্রথম ঘরের স্ত্রীর এক মেয়েও রয়েছে। যিনি বাবার পরিচয়েও বেড়ে উঠেছেন ইন্ডাস্ট্রিতে।
প্রার্থনা করি, আপনার ক্যানসার হোক: ক্যামেরন ডিয়াজ!
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। সেই ঘরে তার দুই সন্তান। তাদের নাম জুনায়েদ খান ও ইরা খান। তবে এই দম্পতির বিচ্ছেদ হয় ২০০২ সালে। ২০০৫ সালে প্রযোজক-চিত্রনাট্যকার ও পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান।
আমিরের প্রথম স্ত্রী ও নিজের মা রিনা দত্তের মধ্যে বিচ্ছেদ নিয়ে মন্তব্য করা ইরা খানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে মুখ খুলেছেন আমিরকন্যা নির্মাতা ইরা খান।
ফোবানা এ্যাওয়ার্ড ২০২২ পেলেন এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু
নিজের ইনস্টাগ্রামে ১০ মিনিটের একটি ভিডিও ফাঁস করেছেন ইরা। সেখানে তিনি বলেছেন, আমি যখন ছোট ছিলাম, তখন আমার মসা-বাবার বিচ্ছেদ হয়। কিন্তু এ ঘটনা আমার জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি, কারণ আমার মা-বাবার মধ্যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক ছিল। তারা বন্ধু, পুরো পরিবার এখনো বন্ধুর মতো। আমরা কোনোভাবেই ব্রোকেন ফ্যামিলি নই।
অর্থাৎ মা-বাবার মধ্যে বিচ্ছেদ হলেও নিজেকে কখনো ব্রোকেন ফ্যামিলির সদস্য বলে মনে হয়নি ইরার।
You must be logged in to post a comment.