যখন ঢাকাই সিনেমার নায়িকারা একে একে বিয়ে করছেন, হচ্ছেন সন্তানের মা, তখন বিয়ে না করার ঘোষণা দিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। যদিও ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয়েছিল তার। কিন্তু এখন পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসা হয়নি এ নায়িকার।
আংটিবদল হলেও এতদিনে বিয়ে না করায় চারদিকে বিভিন্ন ধরনের গুঞ্জন চলছিল। ৮ ডিসেম্বর সেই গুঞ্জনের জবাব দিলেন নুসরাত ফারিয়া। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা— এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’
ফারিয়া আরও বলেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না। জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনও হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’
‘আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’
এ নায়িকা আরও বলেন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠান্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’
বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় ফারিয়ার মনে। তার কথায়, ‘আশেপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’
যার সঙ্গে আংটি বদল হয়েছিলন তার সঙ্গে বিয়ে না হলেও বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ আছে কিনা জানতে চাইলে ফারিয়া বলেন, ‘পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি কাজে সময় দিতে পারব না। সুতরাং, কাজ ফেলে এখনই বিয়ে করব না।’
You must be logged in to post a comment.